‘এইচআইভি মুক্ত হল শিশু’
এইচআইভি ভাইরাসে আক্রান্ত এক শিশুকে থেকে সম্পূর্ণে আরোগ্য করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। শিশুটির শরীরে এই ভাইরাসের উপস্থিতি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ার পর চিকিৎসা দেয়ায় সে রোগমুক্ত হয় বলে বিবিসি জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার এই শিশুটি জন্মের পরই শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়ে। আর জন্মের মাত্র ৪ ঘণ্টার মধ্যেই তাকে অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ দেয়া হয় বলে জানা গেছে। ৯মাস বয়সী অজ্ঞাত ওই শিশুটি বর্তমানে এইচআইভি নেগেটিভ বলে চিকিৎসকরা জানিয়েছেন। যার অর্থ শিশুটি এইচআইভি ভাইরাস থেকে...
Posted Under : Health News
Viewed#: 25
See details.

